টাইগারদের হালকাভাবে নিলে ভারত আবারও ভুল করবে

SHARE

kumle২০০৭ সালে অন্যতম ফেবারিট দল হিসেবেই ওয়েস্ট ইন্ডিজ গিয়েছিল ভারত। তখন দলে ছিলেন রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, যুবরাজ সিং, হরভজন সিং, বীরেন্দর শেবাগের মতো তারকারা।

কিন্তু সেবার বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপের গ্রুপপর্ব পেরুতে না পারায় দেশের বিমান ধরতে হয় ভারতকে। এর জন্য কী সমালোচনাই না সহ্য করতে হয়েছে দ্রাবিড়দের! সেটা ভারতীয়রা ভোলেনি। তারা ভোলেনি ২০১২ সালের এশিয়া কাপের কথাও।

আর সেই ‘না’ ভোলার দলে রয়েছেন ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে অনুজদের (ধোনি-কোহলি) সতর্ক করে দিলেন তিনি। জানালেন, টাইগারদের হালকাভাবে নিলে আবারও ভুল করবে ভারত।

গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বাঘের মতোই লড়াই করেছে বাংলাদেশ। এই অসাধারণ পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করতে ভুল করেননি কুম্বলে।

তিনি বলেন, ‘গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে বড়সড় এক ধাক্কাই দিয়েছিল বাংলাদেশ। স্বাগতিকরা জিতলেও সাকিব-মাহমুদউল্লাহরা তাদের বেশ চাপে রেখেছিল। কোয়ার্টার ফাইনালে ভারতেরও একই অভিজ্ঞতা হতে পারে, যদি বাংলাদেশকে তারা হালকাভাবে নেয়।