৪জি বিশ্বে কোথায় সবথেকে দ্রুত?

SHARE

4gআচ্ছা আপনি তো স্মার্টফোন ব্যবহার করেন, নেটও ব্যবহার করে থাকেন৷ ২জি, ৩জি অথবা ৪জি যেকোনো নেটওয়ার্ক ব্যবহার করে থাকেন৷ কিন্তু জানেন কী বিশ্বের কোন দেশে ৪জি স্পিড সবথেকে বেশি?

অতিসম্প্রতি ‘ওপেন সিগনাল’ নামক এক সংস্থার তরফে এই রিপোর্ট পেশ করা হয়েছে৷ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, দেশ ভিত্তিতে ৪জি এলটিই স্পিড সবথেকে বেশি পাওয়া যায় স্পেনে৷স্পেনে ৪জি নেটওয়ার্কে গড়ে স্পিড পাওয়া যায় ১৮ এমবিপিএস৷অন্যদিকে ২০১৫ সালে ৪জি এলটিই স্পিডের ক্ষেত্রে আমেরিকার সময়টা খুব একটা ভালো যায়নি৷সে দেশের ক্রিকেট ইউএসএ নেটওয়ার্কের স্পিড ছিল সর্বনিম্ন৷