হাইকোর্টের বিচারপতি দাবি করে সিংগাইর থানায় একটি জমি সংক্রান্ত মামলার আসামিদের গ্রেফতারের জন্য পুলিশকে সুপারিশকারী ভুয়া বিচারপতি ফারুক খানসহ (৪০) তিনজনকে আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ভুয়া বিচারপতি ফারুক খান দিনাজপুর সদর উপজেলার নিউ টাউন এলাকার জাবেদ খানের ছেলে। আটকৃত অন্য দুজন হলেন, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কাংশা গ্রামের মৃত আব্দুর মুন্নাফ খানের ছেলে আকবর হোসেন মুন্সী ও আঙ্গারিয়া গ্রামের হাজী নুরুল ইসলামের ছেলে জিল্লুর রহমান।
রবিবার বেলা ১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বিধান ত্রিপুরা জানান, গত কয়েকদিন আগে ফারুক খান নিজেকে হাইকোর্টের বিচারপতি দাবি করে সিংগাইর থানায় একটি জমি সংক্রান্ত মামলার আসামিদের গ্রেফতারের জন্য পুলিশকে সুপারিশ করে আসছিলেন। বিষয়টি নিয়ে সন্দেহ হলে সিংগাইর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে শনিবার বিকেলে ঢাকার উত্তরা থেকে ফারুককে গ্রেফতার করে। এর আগের দিন ফারুকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আকবর ও জিল্লুরকে গ্রেফতার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সিংগাইর থানায় একটি মামলা হয়েছে।