সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শ ও রাষ্ট্রপতির আদেশে নিম্ন আদালতের ৭৭ জন বিচারক রদবদল করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রামের যুগ্ম মহানগর দায়রা জজ এএম জুলফিকার হায়াতকে প্রেষণে এবং আইন কমিশনের সিনিয়র গবেষণা কর্মকর্তা (যুগ্ম জেলা জজ) মাকসুদুর রহমানকে চট্টগ্রামের যুগ্ম মহানগর দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে।
আইন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সোমবার এ আদেশটি জারি করা হয়েছে।
বদলি আদেশে ঢাকার নিম্ন আদালতের ৭জন বিচারক রয়েছেন বলে জানা গেছে। তারা হলেন- সাউদ হাসান, তৈয়বুল হাসান, ওয়াসিম শেখ, মো. হারুনন-অর-রশিদ, মোস্তফা শাহরিয়ার খান, মো. আব্দুছ সালাম এবং কেশব রায় চৌধুরী।
ঢাকার আদালত থেকে সিনিয়র সহকারী জজ সাউদ হাসানকে মানিকগঞ্জের জেলা লিগ্যাল অফিসার হিসেবে, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়বুল হাসানকে ফরিদপুরে সিনিয়র সহকারী জজ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াসিম শেখকে মানিগঞ্জের সহকারী জজ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হারুনন-অর-রশিদকে মানিকগঞ্জের সিনিয়র সহকারী জজ, মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তফা শাহরিয়ার খানকে নরসিংদী সিনিয়র সহকারী জজ, মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট মো. আব্দুছ সালামকে নারয়ণগঞ্জের সিনিয়র সহকারী জজ, মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরীকে নারয়নগঞ্জের সিনিয়র সহকারী জজ হিসেবে বদলি করা হয়েছে।
দেশের অন্যান্য আদালত থেকে ঢাকার আদালতে যে ৭জন বিচারক যোগ দেবেন: ফেণী থেকে ঢাকায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেবেন বেগম নাজমুন নাহার নীপু এবং বর্তানে সংযুক্ত আইন ও বিচার বিভাগের সহকারী জজ বেগম তাহেরা আনোয়ার ঢাকার সহকারী জজ হিসেবে যোগ দিচ্ছেন। এছাড়া কুষ্টিয়া থেকে মো. শাহীনুর রহমান (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট), নারায়ণগঞ্জ থেকে মোল্যা সাইফুল আলম (মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট), খুলনা থেকে আশোক কুমার দত্ত (মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট), ব্রাহ্মণবাড়ীয়া থেকে জাহাঙ্গীর হোসেন (মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট), ময়মনসিংহ থেকে মোহাম্মদ রাশেদ তালুকদার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেবেন।
বিচার ১/১টি-১/২০১০ (অংশ-১)-২৩৭ স্মারকের আদেশে বলা হয়েছে, ‘বাংলাদেশ সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে নিম্নলিখিত সিনিয়র সহকারী জজ/সহকারী জজ/ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে বর্তমান কর্মস্থল হতে বদলি করে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত জেলার/কর্মস্থলে সিনিয়র সহকারী জজ/সহকারী জজ/ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/ আইন কর্মকর্তা/সমমর্যাদার পদে নিয়োগ করা হলো।
এছাড়া নং২৬৫-বিচার-৩/১টি-০৩/২০০৯ আদেশে বলা হয়েছে, ‘বাংলাদেশ সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে নিম্নবর্ণিত যুগ্ম জেলা জজ সমপর্যায়ের কর্মকর্তাদ্বয়কে বর্তমান কর্মস্থল হতে বদলি করে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লেখিত পদে নিয়োগ করা হল।’
রাষ্ট্রপতির আদেশ ক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ জহিরুল কবির ও মিজানুর রহমান খান উপ-সচিব (প্রশাসন-১)।