গত ২০ বছরে সর্বোচ্চ দরবৃদ্ধি ডলারের

SHARE

ক্রমবর্ধমান মূল্যস্ফীতি রোধে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার দীর্ঘ সময় ধরে উচ্চ রাখার বিষয়ে চেয়ারম্যান জেরোমি পাওয়েলের ইঙ্গিতে ২০ বছরে সর্বোচ্চ দরবৃদ্ধি হয়েছে ইউএস ডলারের।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, সোমবার এশিয়ার মুদ্রাবাজারে ডলারের সূচক দুই দশকের মধ্যে সবচেয়ে বেড়ে ১০৯.৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

দরবৃদ্ধির ফলে এক ডলার কিনতে খরচ করতে হয়েছে ১৩৮ দশমিক ৮৮ জাপানি ইয়েন। জাপানের মুদ্রার বিপরীতে ডলারের দামের এ উল্লম্ফন ২০২১ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ।

এক ডলারের বিপরীতে চীনা মুদ্রা ইউয়ানের দর কমে হয়েছে ৬ দশমিক ৯৩২১। এ দরপতন দুই বছরের মধ্যে সর্বনিম্ন।

স্থানীয় সময় শুক্রবার ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান পাওয়েল সর্তক করে বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের সময় লাগবে। এ কারণে পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ‘কিছুটা কষ্ট’ ভোগ করতে হবে। তার ওই সতর্কবার্তায় বেড়েছে ডলারের দর।

এ বিষয়ে কমনওয়েলথ ব্যাংক অফ অস্ট্রেলিয়ার মুদ্রা কৌশল ও আন্তর্জাতিক অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ সহকারী ক্যারল কিং বলেন, পাওয়েল এটা পরিষ্কার করে দিয়েছেন, অর্থবাজার সংশ্লিষ্টদের প্রত্যাশা অনুযায়ী সুদহারে নড়চড় হচ্ছে না।

ক্যারল মনে করেন, চলতি সপ্তাহে ডলার ইনডেক্স আরও বেড়ে ১১০ পয়েন্টের দিকে যাবে।