
শনিবার চারদিনের সফরে রংপুরের দর্শনা এলাকায় তার পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, ‘সব রাজনৈতিক দলই গণতন্ত্রের কথা বলে কিন্তু কেউ প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করে না। আমি ১৯৯০ সালে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ক্ষমতা ছেড়েছি। কিন্তু আজ পর্যন্ত সে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি।’
তিনি বলেন, ‘হরতাল আর অবরোধের নামে দেশে সাধারণ মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে, এটা কোন গণতন্ত্র, কোন ধরনের আন্দোলন?’
সাধারণ মানুষকে জিম্মি করে কোন রাজনীতি হয়না জানিয়ে তিনি বলেন, ‘এ রাজনীতি আমরা চাই না। আমরা চাই দেশের মানুষ শান্তিতে নিরাপদে থাক, দেশ এগিয়ে যাক।’
জাপা চেয়ারম্যার আরও বলেন, ‘একমাত্র জাতীয় পার্টির ৯ বছরে মানুষ শান্তিতে ও নিরাপদে ছিল। সে সময় জিনিস পত্রের দামও ছিল সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। মানুষ রাত-দিন নির্বিঘ্নে নিরাপদে চলাফেরা করতে পারত। কিন্তু এখন মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে না। এসব কারণে দুই দলকে আর কেউ ক্ষমতায় দেখতে চায় না। তারা চায় জাতীয় পার্টির সরকার।’
আর সে লক্ষ্যেই তার দল কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘এরই মধ্যে আমাদের দল গোছানোর কাজ শুরু হয়েছে।’
এসময় উপস্থিত ছিলেন জাপার সভাপতিমণ্ডলীর সদস্য জিএম কাদের, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াছির প্রমুখ।
এরআগে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রংপুরের বাসভবনে পৌঁছালে জাপা নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়