অকল্যান্ডের ইডেন পার্কে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে ভারত। ২৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪৮.৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। এর আগে ভারতের বিপক্ষে ৪৮.৫ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করেছে। জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক ব্রেন্ডন টেলরের ক্যারিয়ারের শেষ ইনিংসটি হয়েছে বিধ্বংসী এক সেঞ্চুরি। টানা দুই ম্যাচে সেঞ্চুরি করলেন তিনি। আর তার আগ্রাসী ব্যাটিংয়ে ভারতের ওপর বড় রান চাপিয়ে দেয়ার মঞ্চ তৈরি করেছে জিম্বাবুয়ে। ৯৯ বলে ক্যারিয়ারের অষ্টম আর জিম্বাবুয়ের ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়েছেন টেলর। যতোই সেঞ্চুরির দিকে এগিয়েছেন ততই আক্রমণাত্মক হয়েছেন টেলর। আর ৪১তম ওভারে জাদেজাকে তিনটি চার ও ২টি ছক্কা মেরেছেন তিনি। ওই ওভারে এসেছে ২৫ রান। এর পরের ওভারেই অবশ্য ক্যাচ দিয়ে ফিরেছেন জিম্বাবুয়ের পক্ষে শেষ ম্যাচ খেলা টেলর। ১১০ বলে ১৫টি চার ও ৫টি ছক্কায় এই আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও এখন টেলর। টেলরের সাথে ক্রেইগ আরভিনের ১০৯ রানের জুটি হয়েছে পঞ্চম উইকেটে। আর এই জুটি গড়ার সময় কতোটা আগ্রাসী টেলর ছিলেন তা বলছে এক পরিসংখ্যান। ওই রানের ৮৪ এসেছে টেলরের ব্যাট থেকে। এর আগে অবশ্য চতুর্থ উইকেটে শন উইলিয়াইমসের সাথে ৯৩ রানের জুটি গড়েছেন টেলর। আর সেটি ছিলো দলকে বিপদ থেকে উদ্ধার করার জুটি। ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিলো জিম্বাবুয়ে। মাসাকাদজা, চিভাভা, মায়ারকে দ্রুত হারায় তারা। সেখান থেকে দলকে টেনে তোলেন টেলর ও উইলিয়ামস। উইলিয়ামস ৫০ রান করেছেন।