আঠাশ বছরের মধ্যে প্রথমবারের মতো শ্রীলঙ্কা সফরে এসেছেন কোনো ভারতীয় প্রধানমন্ত্রী।
এশিয়ার তিন দেশ সফরের অংশ হিসেবে, আজ কলম্বো পৌছান নরেন্দ্র মোদি।
দুদিনের সফরে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে আজ বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী।
আশা করা হচ্ছে, মোদির সফরে দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে। শ্রীলঙ্কা পৌছানোর আগে, ভারত মহাসাগরে অবস্থিত আরো দুইটি দ্বীপদেশ মৌরিতানিয়া ও সীশেলসে যান নরেন্দ্র মোদি।
এ দুটি দেশের আলাদা দুই দ্বীপে অবকাঠামো গড়ে তোলার অধিকার পেয়েছে ভারত।
দেশদুটির সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সই করেছেন মোদি। বিশ্লেষকরা বলছেন, এতে ভারত মহাসাগরে, ভারতের আধিপত্য বাড়বে।