আমির খান ৫০

SHARE

amir khan14আজ ৫০ পূর্ণ করে ৫১-য় পড়ছেন বলিউড অভিনেতা আমির খান৷ তিন দশকের বেশি অভিনয় জীবনে তার ক্রমোত্তরণ অবাক করার মতো৷

একজন অসাধারণ অভিনেতাই নন, চলচ্চিত্রকে সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা একজন চলচ্চিত্রব্যক্তিত্ব হিসেবে নিজেকে তুলে ধরেছেন৷ শুধু দেশ নয়, গোটা বিশ্বেই এখন তিনি পরিচিত নাম৷

১৯৮৪-তে কেতন মেহতার ‘হোলি’ ছবিতে আত্মপ্রকাশ৷ সুবিধা করতে পারেননি৷ চার বছর পর দ্বিতীয় ছবি ‘কয়ামত সে কয়ামত তক’৷ চকোলেট বয় ইমেজ নিয়ে নজর কাড়েন৷ তরুণ প্রজন্মের মুখে মুখে ফেরে ‘কিউ এস কিউ টি’-র নাম৷ তার পরেও কয়েকটি ছবি তেমন চলেনি৷

চাকা ঘুরতে শুরু করে ‘দিল’ থেকে৷ ‘জো জিতা ওহি সিকন্দর’-এ নিজেকে নতুন করে প্রমাণ করেন৷ আর ফিরে তাকাতে হয় না৷ বছরে একটার বেশি ছবি করবেন না, এই সিদ্ধান্ত তার পক্ষেই গিয়েছে৷ ‘লগান’, ‘দিল চাহতা হ্যায়’, ‘রঙ দে বসম্তী’, ‘থ্রি ইডিয়ট্স’, ‘তলাশ’, ‘ধুম থ্রি’ থেকে হালের ‘পিকে’– প্রতিটি ছবিই আপন বৈশিষ্ট্যে অনন্য৷ একই সঙ্গে ‘জানে তু ইয়া জানে না’ বা ‘দিল্লি বেলি’-র মতো বাণিজ্যিক ছবির পাশাপাশি প্রযোজনা করেছেন ‘পিপলি লাইভ’-এর মতো অন্য ধারার ছবিও৷ পরিচালক হিসেবেও প্রথম ছবি ‘তারে জমিন পর’-এ সাড়া ফেলে দেন৷

আমিরের সামাজিক দায়বদ্ধতাও দৃষ্টান্তমূলক৷ টিভিতে ধারাবাহিক অনুষ্ঠান ‘সত্যমেব জয়তে’-র মাধ্যমে বিভিন্ন সামাজিক বিষয় তুলে ধরেন৷ দু দফায় চলা এই অনুষ্ঠান দারুণ সাড়া ফেলে দেয়৷ ভারতের পর্যটন মন্ত্রণালয়ের হয়ে অংশ নিয়েছেন ‘অতিথি দেব ভব’ প্রচারে৷ শিশুদের অপুষ্টি নিয়ে প্রচার করেছেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রণালয়ের হয়ে৷

কখনও কখনও বিতর্কেও জড়ান৷ অভিযোগ ওঠে, পরিচালকের কাজে অতিরিক্ত নাক গলানোর৷ কোনো ফিল্মি পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেন না, যা অনেকের কাছে উন্নাসিকতা৷ সাম্প্রতিক ছবি ‘পিকে’তে প্রায় নগ্ন অবস্হায় তার উপস্হিতি নিয়েও কম পানিঘোলা হয়নি৷ ধর্মীয় বিশ্বাসে আঘাত হানা হয়েছে বলে মামলাও হয়েছে৷ সব মিলিয়ে আমির আছেন তার আমিরিয়ানাতেই৷ যখন যা করেন একশো শতাংশ নিখুঁত করার চেষ্টা করেন৷ সিনেমা শিল্প ওনাকে ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলেই ডাকে৷

আপাতত ব্যস্ত ভারতীয় কুস্তিগির মহাবীর ফোগতের জীবনীনির্ভর ছবি ‘ডঙ্গল’ নিয়ে৷ এর জন্য নিজের ২২ কেজি ওজন বাড়িয়েছেন৷ ছবিটি মুক্তি পাবে সেপ্টেম্বরে৷ আগের দিনই আমির প্রচারমাধ্যমের লোকজনের সঙ্গে কেক কেটে জন্মদিন উদ্যাপন করেছেন৷ বলেছেন, চলচ্চিত্র শিল্পের একজন হতে পেরে তিনি গর্বিত, ভাগ্যবান৷ তার সঙ্গে কাজ করা সমস্ত লেখক, পরিচালক সবার প্রতিই কৃতজ্ঞতা জানিয়েছেন৷ ঘটনাক্রমে আরও দুই খান শাহরুখ এবং সালমানেরও জন্মসাল ১৯৬৫৷ তা উল্লেখ করে আমিরের কৌতুক, আমরা তিনজন ৫০ পেরলেও আমাদের আসল বয়স ১৮-২০-র বেশি নয়৷