২৮৭ রানে অলআউট জিম্বাবুয়ে

SHARE

taylorবিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে ও ভারত। টস নামক ভাগ্য পরীক্ষায় জয়ী হন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে তিনি ব্যাট করতে আমন্ত্রণ জানান জিম্বাবুয়েকে।

প্রথমে ব্যাট করতে নেমে বিদায়ী ব্যাটসম্যান ব্রেন্ডন টেলরের সেঞ্চুরিতে ভর করে ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৮৭ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করেছে জিম্বাবুয়ে। জয়ের জন্য ভারতকে করতে হবে ২৮৮ রান।

ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় জিম্বাবুয়ে। ১৩ রানের মাথাই তারা দুই দুটি উইকেট হারিয়ে বসে। ১১ রানের মাথায় যাদবের বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান হ্যালিটন মাসাকাদজা (২)।

১৩ রানের মাথায় মোহাম্মদ সামির বলে ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন চিবাবা (৭)। ৩৩ রানের মাথায় মোহিত শর্মার বলে ধোনির হাতে ধরা পরেন সলোমান মায়ার (৯)। ১২৬ রানের মাথায় অশ্বিনের বলে রিটার্ন ক্যাচ দিয়ে আউট হন শন উইলিয়ামস (৫০)।

দলীয় ২৩৫ রানের মাথায় ব্যক্তিগত ১৩৮ রানে মোহিত শর্মার বলে শেখর ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে আউট হন ব্রেন্ডন টেলর।  ২৪১ রানে মোহিত শর্মার বলে তার হাতেই ক্যাচ দিয়ে আউট হন ক্রেইগ আরভিন (২৭)। এরপর ২৭৬ রানের মাথায় মোহাম্মদ সামির বলে বোল্ড হয়ে যান সিকান্দার রাজা (২৮)।

২৮৫ রানের মাথায় মোহাম্মদ সামির বলে যাদবের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনাশে পানিয়াঙ্গারা (৬)। ২৮৬ রানের মাথায় যাদবের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে আউট হন চাকাবা। আর ২৮৭ রানে যাদবের বলে বোল্ড হয়ে যান তেন্দাই চাতারা।

বল হাতে ভারতের মোহাম্মদ সামি, মোহিত শর্মা ও উমেশ যাদব ৩টি করে উইকেট নিয়েছেন।  একটি উইকেট নিয়েছেন অশ্বিন।