পদ্মা সেতু আমাদের উন্নয়নের প্রতিক : নৌ প্রতিমন্ত্রী

SHARE

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। ২০২০ সালে করোনা মহামারির মত একটি কঠিন সময় পার করেছি। শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণেই দেশের উন্নয়ন কর্মকান্ড থেমে থাকে নাই। সেই কঠিন সময় পার করেই আমরা ঘুরে দাঁড়িয়েছি। পদ্মা সেতুর মত একটি বড় মেগা প্রকল্প আমরা বাস্তবায়ন করে দেখিয়েছি। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। যারা বাংলাদেশকে শ্রিলংকা বানানোর খোয়াব দেখছেন তারা মুর্খের রাজ্যে বাস করছেন। আমরা সোয়াবিন তেলের দাম কমাতে পেরেছি। করোনার মধ্যেই শতভাগ বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।

তিনি বলেন, রাশিয়ার ও ইউক্রেন যুদ্ধের কারণনই জ্বালানির মজুদের অপ্রতুল্য হওয়ায় বিদ্যুতের সাময়িক সমস্যা হচ্ছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে সমগ্র পৃথিবী ঝুঁকির মধ্যে আছে। এই যুদ্ধ থামাতে আমেরিকাকেই এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি জামাতের আমলে একদিন বিদ্যুৎ গেলে ৩/৪ দিনেও বিদ্যুত ফিরে আসতো না। বিদ্যুতের খাম্বা তারেক জিয়া লুটে পুটে খেয়েছে। রাজনীতিতে তারা এখন দেউলিয়ায় পরিণত হয়েছে।

গতকাল ২২ জুলাই শুক্রবার বিকেলে বোচাগঞ্জ উপজেলার বড় সুলতানপুর উচচ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন শেষে এক বিশাল সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রমাকান্ত রায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুর অফিসের সহকারি প্রকৌশলী রহমতউল্লা আলী, ১নং নাফানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ সাহান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম মামুন, মোঃ শামিম আযাদ, সাংগঠনিক সম্পাদক সুকমল রায়, দপ্তর সম্পাদক এম বিল্লাহ জুয়েল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈমুর আলম, সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাহিন, বড় সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার প্রমুখ।

২০১৯ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৩ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে বড় সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়।