বাংলাদেশে এখনো এরকম রেকর্ড শোনা যায়নি যে, কোনো নায়িকা নাইট ক্লাবে নেচেছেন। তবে এবার এই ঘটনাও ঘটলো। তবে সেটা বাস্তবে নয়, ছবির আইটেম গানে। এই আইটেম গানে অভিনয় করলেন চিত্রনায়িকা আঁচল।
ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত গুন্ডা-দ্য টেরোরিস্ট সিনেমার এই আইটেম গানের দৃশ্য ধারণ করা হয়েছে কক্সবাজারের ব্লু নাইট ক্লাবে। এখানে তার সহশিল্পী ছিলেন বাপ্পি চৌধুরী।
আইটেম গানটির শিরোনাম চাকবুম চাকবুম। গানটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে গতকাল। গানটির কথা লিখেছেন কবির বকুল। এতে কণ্ঠ দিয়েছেন রুপমা ও রমা। সুর ও সংগীতায়োজন করেছেন আলি আকবর শুভ।
আইটেম গানে অভিনয় প্রসঙ্গে আঁচল বলেন, আমি এই প্রথম কোনো আইটেম গানে নাচলাম। খুব মজা করে আমরা কাজটি করেছি। আইটেম গানের দৃশ্যগুলো অনেক রঙিন হয়। তাই দর্শকদের সবমিলিয়ে খুব ভালো লাগবে।
এ সিনেমায় প্রথমবারের মতো আইটেম গানে নেচেছেন বাপ্পি ও আঁচল। বাপ্পি-আঁচল ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন অমৃতা খান, তানভীর, মিশা সওদাগরসহ আরও অনেকে। ছবিটি ১০ এপ্রিল মুক্তি পাবে বলে জানা গেছে।