বর্ষসেরা পুরস্কার মিরাজের, পপুলার তপু

SHARE

এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বার্ষিক ক্রীড়া পুরস্কার প্রদান করেছে দেশের ক্রীড়া সাংবাদিকদের সবচেয়ে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি।

এতে ২০২১ সালে কুল বিএসপিএ বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। তিনি পেছনে ফেলেছেন ফুটবলার তপু ও আরচ্যার দিয়া সিদ্দিকীকে।

ক্রীড়াপ্রেমীদের ভোটের ভিত্তিতে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছেন জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার তপু বর্মণ।

বাংলাদেশে বর্তমানে ফুটবলের চেয়ে ক্রিকেটের জনপ্রিয়তা বেশি হলেও ক্রিকেটার মিরাজকে এক্ষেত্রে পেছনে ফেলেছেন ফুটবলার তপু। ১৫ দিনের মধ্যে ২ লাখের বেশি ক্রীড়াপ্রেমী ভোট দিয়েছেন তপুকে।

শুক্রবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে এক অনুষ্ঠানে এসব পুরস্কার বিতরণ হয়।

অনুষ্ঠানে উদীয়মান ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন তিনজন-ক্রিকেটে শরীফুল ইসলাম, অ্যাথলেটিক্সে রিতু আক্তার এবং জিমন্যাস্টিক্সে প্রবাসী আলী কাদের হক।

এছাড়া অনুষ্ঠানে ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে এসেছিলেন বর্তমান, সাবেক খেলোয়াড়রা। যেখানে সাবেক তারকাদের হাত থেকে পুরস্কার নিয়েছেন বর্তমান প্রজন্ম। গুরু শিষ্যের মেলবন্ধনে পরিণত হয় মঞ্চ।

যেমন তৃণমূল ক্রীড়া সংগঠক আমির বাবু পুরস্কার নিয়েছেন তারই শিষ্য সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের হাত থেকে।

অনুষ্ঠানের শুরুতে সদ্যপ্রয়াত তৃণমূলের পুরস্কারজয়ী কোচ আকবর আলী ও বিএসপিএর সদস্য উত্তম কুমার মজুমদারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আকবর আলীর পুরস্কার নিয়েছেন তার হাতে গড়া জাতীয় দলের তারকা ফুটবলার সাবিনা খাতুন ও মাসুরা পারভীন।

ফুটবল, ক্রিকেট ও আরচ্যারি– এই তিন খেলার বাইরে বডি বিল্ডার মাকসুদা মৌ, হকিতে সোহানুর রহমান সবুজ, সাইক্লিস্ট ফয়সাল হোসেন, নারী ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে অ্যাথলেটিক্সে রিতু আক্তার, ক্রিকেটে শরিফুল ইসলাম ও জিমন্যাস্ট আলী কাদের হক পেয়েছেন সম্মাননা।

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সভাপতি সনৎ বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন অব এশিয়ার সহ-সভাপতি মোহাম্মদ হিজি এ এ আলী ও মহাসচিব আমজাদ আজিজ মালিক।

১৯৬৪ সাল থেকে ক্রীড়া সাংবাদিকদের এই সংগঠন ক্রীড়া পুরস্কার প্রদান করে আসছে।

একনজরে পুরস্কার পেলেন যারা –

বর্ষসেরা ক্রীড়াবিদ
মেহেদী হাসান মিরাজ
দিয়া সিদ্দিকী ও তপু রানার আপ

পপুলার চয়েজ
তপু বর্মণ

বর্ষসেরা ক্রিকেটার
মেহেদী হাসান মিরাজ

বর্ষসেরা ফুটবলার
তপু বর্মণ

বর্ষসেরা আরচ্যার
দিয়া সিদ্দিকী

বর্ষসেরা হকি খেলোয়াড়
সোহানুর রহমান সবুজ

বর্ষসেরা বডি বিল্ডার
মাকসুদা মৌ

বর্ষসেরা সাইক্লিস্ট
ফয়সাল হোসেন

বর্ষসেরা নারী ক্রিকেটার
শারমিন আক্তার সুপ্তা

বর্ষসেরা কোচ
অস্কার ব্রুজন (বসুন্ধরা কিংস)

বর্ষসেরা উদীয়মান
রিতু আক্তার (অ্যাথলেটিক্স)
শরিফুল ইসলাম (ক্রিকেটার)
আলী কাদের (জিমন্যাস্ট)

বিশেষ সম্মাননা
আবদুল গাফফার

বর্ষসেরা সংগঠক
সৈয়দ শাহেদ রেজা

বর্ষসেরা সংগঠন
দাবা ফেডারেশন

বর্ষসেরা পৃষ্ঠপোষক
আমরা নেটওয়ার্ক

বর্ষসেরা তৃণমূলের ব্যক্তিত্ব
আমির বাবু (মাদারীপুরের ক্রিকেট সংগঠক)
আকবর আলী (ফুটবল কোচ, সাতক্ষীরা)