চট্টগ্রামে সৌদি প্রবাসীর ব্যাগে মিলল ২৮ স্বর্ণের বার

SHARE

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক সৌদি প্রবাসীর ব্যাগ স্ক্যানিংয়ের সময় ২৮টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টম কর্মকর্তারা।

গতকাল রবিবার (২৯ মে) সকালে জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা যাত্রী শফি আলমের ব্যাগে এসব স্বর্ণ পাওয়া যায়।

কাস্টমসের ডেপুটি কমিশনার মো. নিয়ামুল হাসান তথ্যটি নিশ্চিত করে বলেন, যাত্রী শফি আলম কক্সবাজার জেলার ঈদগাহ এলাকার বাসিন্দা।

এ ঘটনায় কাস্টমস আইনে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।