ব্যাটিংয়ের শুরুটা ভালো করলেও সেটা পুরো ইনিংস জুড়ে ধরে রাখতে পারেনি আয়ারল্যান্ড। মঙ্গলবার হ্যামিল্টনে ভারতের বিরুদ্ধে ৪৯ ওভারে ২৫৯ রানে অলআউট হয়েছে আইরিশরা। বিশ্বকাপে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে ভারতকে করতে হবে ২৬০ রান।
টস জিতে ব্যাট করতে নেমে খুব ভালো শুরু পেয়েছিল আয়ারল্যান্ড। ওপেনিং জুটিতে পোর্টারফিল্ড ও স্টারলিং ৮৯ রানের জুটি গড়েন। ভারতকে ব্রেক থ্রু এনে দেন অশ্বিন। ৪২ রান করে স্টারলিং ক্যাচ দেন রাহানের হাতে। এড জয়েস (২) অবশ্য সুবিধা করতে পারেননি। অধিনায়ক পোর্টারফিল্ড ও নেইল ও’ব্রায়েনের ৫৩ রানের জুটি বিচ্ছিন্ন হয় মোহিত শর্মার আঘাতে। পোর্টারফিল্ড উমেশ যাদবের হাতে ক্যাচ দিলে। তিনি ৬৭ রান করেন।
এক পর্যায়ে নেইল ও’ব্রায়েনের ব্যাটে দুশো রান পেয়ে যায় আইরিশরা। তিনশো রানটাও দৃষ্টিসীমায় ছিল। কিন্তু ভারতীয় বোলাররা চেপে ধরে আইরিশদের। নেইল ও’ব্রায়েন থাকলেও মিডল অর্ডারে বাকিরা ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। নেইল ও’ব্রায়েন ৭৫, বালবার্নি ২৪, কুস্যাক ১১ ও মুনি অপরাজিত ১২ রান করেন। ভারতের পক্ষে শামি ৩টি, অশ্বিন ২টি উইকেট পান।