‘ভয় ও আতঙ্কে ইউক্রেন ছেড়েছে ৫১ লাখ মানুষ’

SHARE

ইউক্রেনে রাশিয়ার বোমা হামলা এবং গোলাবর্ষণের ভয় ও আতঙ্কে এরই মধ্যে সেখানকার লোকজন অনেকেই যে যেভাবে পারছেন দেশ ছেড়ে নিরাপদে যাওয়ার চেষ্টা করছেন। জাতিসংঘ বলছে, এ পর্যন্ত প্রায় ৫০ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়েছে। বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণের পর ইউক্রেন ছেড়ে গেছে ৪৯ লাখ ৩৪ হাজার ৪১৫ জন মানুষ।

এ ছাড়া দুই লাখ ১৫ হাজারের কাছাকাছি বিদেশি শিক্ষার্থী ও কর্মী যুদ্ধ শুরুর পর ইউক্রেন ছেড়েছে বলে এর আগে জানায় জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম। এদের বেশিরভাগই পাশের দেশগুলোতে প্রবেশ করেছে। সেসব জায়গায় অনেককেই মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

ইউক্রেন ত্যাগ করা প্রায় পাঁচ মিলিয়ন মানুষের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

যুদ্ধ শুরুর পর থেকে ৪৯ লাখ ৩৪ হাজার ৪১৫ জন ইউক্রেনীয় আর প্রায় দুই লাখ ১৫ হাজার মিলে ৫১ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে। বলা হচ্ছে, ইতিহাসের সবচেয়ে দ্রুততম মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটছে ইউক্রেনে।