সুনামগঞ্জে বিনাধান কর্তন কৃষক সমাবেশে কৃষিমন্ত্রী

SHARE

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, হাওর এলাকায় সব সময়ই ঝুঁকিপূর্ণ। তারপরেও রাব্বুল আল-আমীন আমাদেরকে সুন্দর পৃথিবী দিয়েছেন, সুন্দর বাংলাদেশ দিয়েছেন। এই উর্বর জমিতে অনেক ফসল হয়। হাওর এলাকায় আমরা জানি যে এখানকার কৃষকরা একটিমাত্র ফসল করে থাকেন। যেকোন সময়েই আগাম বন্যায় ফসল নষ্ট করতে পারে। এইবছর দেখা যাচ্ছে বন্যার একটা বেশি প্রবণতা, ফলে ইতিমধ্যে ৪/৫ হাজার হেক্টর বোরো জমির ধান তলিয়ে গেছে এবং অন্যান্য হাওরে ও পানি বাড়ছে। তবে কি হবে জানি না ¯্রষ্টা বলতে পারবেন বাকিটা।

তিনি বলেন, এই আগাম বন্যায় যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়েছেন বা হবেন তাদের জন্য আগামী বছর বীজ ও সার বিনামূল্যে কৃষকদের মাঝে দেয়ার ঘোষণা দেন। যাতে করে কৃষকরা আগামীবছর সুন্দরভাবে বোরো ধান আবাদ করতে পারেন এবং অন্যান্য ধান আবাদ করতে চাইলে সেখানে ও সরকারের তরফ থেকে সহযোগিতার কথা জানান। যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্থ হবেন তাদেরকে খাদ্য সহায়তা চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দেয়া হবে। মন্ত্রী বিএনপির আন্দোলন প্রসঙ্গে বলেন, শকুনের দোয়ায় গরু মরে না। এটা আমাদের গ্রাম দেশের একটি প্রবাদ। বিএনপি, জামায়াত স্বাধীনতা বিরোধী যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াস করে না, দেশকে পাকিস্থান বানতে চায়। তারা চায় দেশে দুর্ভিক্ষ হোক, দেশে দুর্ভিক্ষ হলে একটি আন্দোলনের ইস্যু বানাতে পারবে। রাজনৈতিক অস্থিরতা বাড়বে। তারা আবারো আন্দোলনের নামে রাস্তায় গাড়ি পুড়াবে জনসাধারনের দুর্ভোগ বাড়াবে। রেললাইন তুলে যানবাহন চলাচল বন্ধ করার চেষ্টা করবে। সরকারের পতন ঘটানোর চেষ্টা করবে। তিনি বলেন দেশে দুর্ভিক্ষ ও হবে না শুকুন ও মরবে না। উনাদের পা ইতিমধ্যে কবরে আছে। তিনি বলেন, বিগত সময়ে স্বাধীনতা বিরোধী জামায়াত শিবিরকে নিয়ে বিএনপি ক্ষমতায় ছিল তারা নিজেদের কবর নিজেরাই করেছে।

তিনি গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উপ-কেন্দ্র সুনামগঞ্জের আয়াজনে ও জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সুনামগঞ্জ পৌরসভার হাছন নগর এলাকায় বোরো মৌসুমে বিনা ধান ১৭ এর ফসল কর্তন পরবর্তী হাছন নগর এলাকায় কৃষক সমবেশে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে ও বিনা ধানের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মোজাম্মেল হকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, মহিলা সংসদ সদস্য অ্যাড. শামীমা আক্তার খানম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. বেনজীর আলম, সুনামগঞ্জ পৌরসভার মেযর নাদের বখত, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মির্জা মো. মোফাজ্জল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহজাহান কবীর, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ ও বিনা ধান-১৭ এর বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুর রাকিব ও সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম প্রমুখ।

এর আগে মন্ত্রী সকালে জেলার দিরাই উপজেলার চাপতির হাওরে বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে কথা বলেন। এছাড়াও তিনি সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করেন।