খাদ্য উৎপাদন বাড়াতে অনাবাদী জমি ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর

SHARE

খাদ্যে সয়ংসম্পূর্ণ থাকার জন্য জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে এ আহ্বান জানান শেখ হাসিনা। সোমবার (১১ই এপ্রিল) নিজ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ আক্ষেপ প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘খাদ্য উৎপাদন বাড়াতে পারলে ঘাটতি মেটানো সহজ হবে। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বব্যাপী দ্রব্যমূল্যে বেড়েছে উল্লেখ করে শ্রীলংকা ইস্যু নিয়ে বাংলাদেশে বিভ্রান্তি ছড়ানো বন্ধ করতে হবে।’

তিনি বলেন, ‘যে কোন প্রকল্প নেয়ার ক্ষেত্রে মানুষের কল্যাণের হিসাব করা হয়। বিশ্ব সংকটের কারণে দেশ যাতে কোন সংকটের সম্মুখীন না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’

এ সময় তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের কথা বলতে গেলে অনেক দল দরকার। কিন্তু দেখা যাচ্ছে, উন্নত বিশ্বে দেখলে আপনারা দেখবেন সেখানে কিন্তু মাত্র দুই দল হয়ে গেছে এখন। বেশির ভাগ ক্ষেত্রে দুই দলের বেশি শক্তিশালী দল নেই।’

সরকার প্রধান বলেন, ‘আমি তো জানি যুক্তরাষ্ট্রের প্রায় ২৫ শতাংশ সংগঠন ইলেকশনই করে না। ইলেকশন করার বিষয়ে একটা অনীহা চলে আসে মানুষের। এটাও কিন্তু অনেক দেশে দেখা যাচ্ছে। আমাদের দেশটা ধীরে ধীরে ওরকম হয়ে যাচ্ছে।’