রাশিয়ার বিরোধী নেতা বোরিস নেমতসভকে হত্যার ঘটনায় সন্দেহভাজন পাঁচ ব্যক্তিকে আদালতে হাজির করার পর তাদের রিমান্ডে পাঠানো হয়েছে।
এদের মধ্যে দুজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে আদালত, যাদের একজন স্বীকার করেছেন, তিনি গুলিবর্ষণের সঙ্গে জড়িত ছিলেন।
অপরাধ স্বীকারকারী ব্যক্তি চেচেন বংশোদ্ভুত জাউর দেদায়েভ। তবে, অভিযুক্তদের পরিবার বলছে, হত্যাকাণ্ডে আটককৃতরা জড়িত নয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, বোরিস নেমতসভকে ভাড়াটে খুনিরা হত্যা করেছে। তার সমর্থকেরা বলছেন, কার নির্দেশে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেটি জানা জরুরি।
চেচেন নেতা রমজান কাদিরোভ বলেছেন, দোষ স্বীকারকারী ব্যাক্তি দেদায়েভ ছিলেন নিবেদিতপ্রাণ এক মুসলিম।
ফ্রান্সের শার্লি হেব্দোতে নবী মুহাম্মদের (সা.) কার্টুন প্রকাশের ঘটনায় সে খুব ক্রোধান্বিত ছিল।
সূত্র: বিবিসি