সন্ত্রাসবাদে মদত দিচ্ছে সৌদি, অভিযোগ জার্মানির

SHARE

সৌদি আরবে অস্ত্র রফতানিতে নিষেধাজ্ঞার দাবি তুললেন জার্মানির ডেপুটি স্পিকার ক্লডিয়া রুথ৷

রোবরার এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সিরিয়া, ইরাক, আফগানিস্তানের মতো যুদ্ধ-বিধ্বস্ত দেশগুলিতে সন্ত্রাসবাদে মদত দিচ্ছে সৌদি আরব৷ ২০১৪ সালে জার্মানি থেকে প্রায় ১১ কোটি ইউরোর অস্ত্র আমদানি করেছে সৌদি আরব৷ তবে আমদানি করা ওই বিপুল অস্ত্রের একাংশ যুদ্ধে জর্জরিত বিভিন্ন দেশের জঙ্গি সংগঠনগুলিকে সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ করেন ক্লডিয়া৷

পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, প্রতিবছরই সৌদি আরব বিপুল পরিমাণ অস্ত্র জার্মানি থেকে আমদানি করে৷তবে সৌদি আরব সেই অস্ত্র বিভিন্ন দেশের জঙ্গি সংগঠনগুলিকে চড়া দামে সরবরাহ করে সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে বলেও এদিন অভিযোগ করেন তিনি৷

অন্যদিকে জার্মানির অর্থমন্ত্রী সিগমান গ্যাব্রিয়েল শনিবারই সৌদি আরবে এক বিশেষ বৈঠকে যোগ দিতে গিয়েছেন৷সেই সময়ে জার্মান ডেপুটি স্পিকারের এহেন মন্তব্যে দু’দেশের সম্পর্কে সামান্য হলেও চিড় ধরতে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল৷