দেশে তথ্য প্রযুক্তির বিকাশ ঘটে বঙ্গবন্ধুর হাত ধরে : পলক

SHARE

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই বাংলাদেশে প্রথম তথ্য প্রযুক্তির বিকাশ ঘটে। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সুযোগ্য সন্তান সজিব ওয়াজেদের কল্যাণে এখন ডিজিটাল বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ইতিমধ্যে বিশ্বে তথ্য প্রযুক্তির বিকাশ এবং এই খাতে দক্ষ জনশক্তি তৈরিতে বিশেষ ভূমিকা পালন করেছে।

আজ শনিবার চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলার উদ্দমদী এলাকায় শেখ কামাল আইটি ট্রেনিং এবং ইনকিউবেটশন সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

ছয় একর জমির ওপর স্থাপিত এই প্রকল্প বাস্তবায়নে প্রায় ৮৪ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। বছরে একহাজার যুবককে প্রশিক্ষণ দেওয়া যাবে। ২০২৩ সালের মাঝামাঝি নির্মাণ কাজ শেষ হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ এবং প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সেনাবাহিনীর বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, স্থানীয় সংসদ সদস্য নূরুল আমিন রুহুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির হোসেন, পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন। শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ কামাল আইটি ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টারের প্রকল্প পরিচালক এ কে এম আব্দুল্লাহ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায় প্রমূখ।

এর আগে মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে বেশ কয়েকজন তরুণ উদ্যোক্তার হাতে ল্যাপটপ তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী।