বৃষ্টি থেমেছে, শুরু হয়েছে পাক-দ. আফ্রিকা ম্যাচ

SHARE

pak afrikaবৃষ্টির কারণে মিনিট বিশেক বন্ধ ছিল খেলা। বৃষ্টি থামায় অকল্যান্ডে আবারও শুরু হয়েছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ।

পাঁচ উইকেট হারালেও পাকিস্তানের রানটা খারাপ নয়। ৪০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১৯৬ রান। অধিনায়ক মিসবাহ ৫০, শহীদ আফ্রিদি ১১ রানে ব্যাট করছেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৩০ রানে ওপেনার আহমেদ শেহজাদের উইকেট হারায় পাকিস্তান। দুর্দান্ত ক্যাচ তালুবন্দি করেন ডেল স্টেইন। ইউনুস খান ও সরফরাজের জুটিতে এগিয়ে যাচ্ছিল পাকিস্তান। তাদের ৬২ রানের জুটি ভেঙে যায় সরফরাজ রান আউট হলে। তিনি ৪৯ রান করেন। অভিজ্ঞ ইউনুস খান ফিরেছেন অনিয়মিত বোলার দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের বলে।

ইউনুস ৩৭ রান করে সহজ ক্যাচ তোলে দেন রিলে রোসাউয়ের হাতে। শোয়েব মাকসুদ ৮ রানের বেশি যেতে পারেননি। পাওয়ার প্লে’র সুবিধা নিতে ভরসা ছিলেন উমর আকমল। তবে তার অতি রানের তাড়া বিপদ ডেকে আনে। মরকেলের শর্ট বল চালাতে গিয়ে ডি ভিলিয়ার্সের অসাধারণ ক্যাচে পরিণত হন উমর আকমল (১৩)।