নিশা দেশাইয়ের সঙ্গে ওসমান ফারুকের বৈঠক অনুষ্ঠিত

SHARE

nisha farukবাংলাদেশের চলমান রাজনৈতিক সঙ্কট ও সর্বশেষ অবস্থা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এশীয় বিষয়ক সহকারী মন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতা ড. ওসমান ফারুক।

বুধবার দুপুরে (বাংলাদেশ সময় মধ্যরাত) তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা নিয়ে ২০ দলীয় জোটের অবস্থান এবং বিচারবহির্ভূত হত্যাকা-সহ একাধিক বিষয়ে বিভিন্ন নথিপত্রও সহকারী মন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের হাতে ওসমান ফারুক তুলে দেন বলে জানা গেছে।

সূত্রটি আরও জানায়, বর্তমান সরকার বাংলাদেশে বহুমতের চর্চা বন্ধ, স্বাধীন মত প্রকাশ এবং জনগণের ভোটের অধিকারের বিপক্ষে অবস্থান নিয়েছে। প্রতিনিয়ত বিচারবহির্ভূত হত্যাকা- ঘটাচ্ছে।

অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই এর একমাত্র সমাধান- এ বিষয়গুলো নিশা দেশাইসহ যুক্তরাষ্ট্রের স্টেট ডির্পামেন্ট অবগত রয়েছে। তারা ২০ দলীয় জোটের অবস্থানকে সমর্থন করেছে বলে জানা গেছে। আর এসব বিষয়ে ওসমান ফারুক ও নিশা দেশাইয়ের বৈঠকে আলোচনা হয়েছে।