আট হাজারি ক্লাবে বুম বুম আফ্রিদি

SHARE

afridii.jpgfপাকিস্তানের শহিদ আফ্রিদি মানেই ব্যাটিং তাণ্ডব। চার-ছক্কা হাঁকিয়ে প্রতিপক্ষের বোলারদের হতাশায় ফেলাই তার ব্যাট হাতে কাজ। এজন্য অলরাউন্ডার হয়েও বুম বুম আফ্রিদি হিসেবেই ক্রিকেট পাগলদের হৃদয়ে স্থান পেয়েছেন তিনি।

পাকিস্তানের হয়ে চতুর্থ কোনো ব্যাটসম্যান হিসেবে ৮ হাজারি ক্লাবে প্রবেশ করলেন শহিদ আফ্রিদি। পাকিস্তানের হয়ে এ তালিকায় শীর্ষে আছেন ইনজামাম-উল হক।

৩৯৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৩৬৬ ইনিংস খেলে ৮ হাজার রান পূর্ণ করেন আফ্রিদি।

৬টি শতক ও ৩৯টি অর্ধশতকের মালিক আফ্রিদি এ পর্যন্ত ৩৪৬টি ছয় হাঁকিয়ে এ তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছেন।

এছাড়া ৮ হাজার রানের পাশাপাশি ৩৯৩টি উইকেটও শিকার করেছেন আফ্রিদি। এ কৃতিত্বের একমাত্র মালিক ৩৫ বছর বয়সী এ অলরাউন্ডার।

তবে ৩৫তম জন্মদিন (০১ মার্চ) আশানুরুপভাবে উদযাপন করতে পারেননি তিনি। নিজেদের সে ম্যাচে (০১ মার্চ) জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে খেলতে নেমে শুন্য রানেই ফিরে যান পাকিস্তানের হার্ডহিটার ব্যাটসম্যান ‘বুম বুম আফ্রিদি’। ফলে ৮ হাজারি ক্লাবে প্রবেশ করতে আরও এক ম্যাচ অপেক্ষা করতে হলো আফ্রিদিকে।