ভারতে বড় ধরনের কোনো সন্ত্রাসী হামলা হলে পাকিস্তানে ব্যাপক সামরিক অভিযান শুরু করতে পারে দেশটি। এমনকি এ সামরিক অভিযান বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চলটিতে পরমাণু যুদ্ধেরও সূচনা করতে পারে বলে দুই মার্কিন বিশেষজ্ঞ জানিয়েছেন।
চলতি সপ্তাহের শুরুতে দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন বিশেষজ্ঞ জর্জ পারকোভিচ ও এ্যাশলে টেলিস সিনেট প্যানেলের শুনানিতে এ কথা জানান।
শুনানিতে ওই দুই বিশেষজ্ঞ জানান, সীমান্তে বড় ধরনের হামলার জবাবে ভারত পাকিস্তানে সেনা অভিযান শুরু করলে পাকিস্তান ছেড়ে কথা বলবে না। দেশটি ভারতের বিরুদ্ধে পরমাণু হামলা চালাতে পারে।
দ্য স্টাডিজ কার্নেজি এনডোওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের সদস্য পারকোভিচ জানান, সুদূর ভবিষ্যতে দক্ষিণ এশিয়াতে পরমাণু অস্ত্র ব্যবহারের সবচেয়ে বেশি আশঙ্কা রয়েছে। ভারত-পাকিস্তানের অস্বাভাবিক প্রতিযোগিতা থেকে আশঙ্কার সৃষ্টি হচ্ছে।
প্রতিষ্ঠানটির আরেক সদস্য টেলিস সন্ত্রাস হামলা প্রতিরোধে যুক্তরাষ্ট্রকে প্রভাব খাটানোর আহ্বান জানান। সূত্র : ডন