একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করেছেন পরিবারের সদস্যরা।
শনিবার বেলা পৌনে ১১টার দিকে কামারুজ্জামানের স্ত্রী নূরুন্নাহারসহ পরিবারের আটজন সদস্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে যান। সাড়ে ১১টার পর তারা বেরিয়ে আসেন।
পরিবারের অন্য সদস্যরা হলেন কামারুজ্জামানের মেয়ে আফিয়া নূর, পুত্রবধূ শামীম আরা, শ্যালক আবুল কালাম আজাদ, ভাগ্নে সানোয়ার হোসেন এবং তিন ভাগ্নি রোকসানা জেবিন, শাহানা জেবিন ও আফরোজা জাহান।
কামারুজ্জামানের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তার সঙ্গে পরিবারের সদস্যদের এটিই প্রথম সাক্ষাৎ।
বিষয়টি নিশ্চিত করেছেন কামারুজ্জামানের আইনজীবী অ্যাডভোকেট আসাদ উদ্দিন। তিনি জানান, তারা আদালতে রিভিউ আবেদন করবেন।
এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী সাংবাদিকদের জানান, এটি নিয়মিত সাক্ষাতের অংশ। দেখা করার জন্য তারা আধা ঘণ্টার মতো সময় পাবেন।