নিম্নআয়ের দেশগুলোর নাগালের বাইরে করোনার টিকা : ডব্লিউএইচও

SHARE

করোনাভাইরাসের টিকা নিম্ন আয়ের দেশগুলোর নাগালের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়েসাস।

কোভ্যাক্স এর আওতায় ভ্যাকসিন বন্টন কর্মসূচির এক বছর পূর্তি উপলক্ষে শুক্রবার এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

এ সময় উচ্চ আয়ের দেশগুলোর সঙ্গে অন্যান্য দেশগুলোর টিকার বৈষম্যের সমালোচনা করেন তিনি। ধনী দেশগুলোকে বাড়তি টিকা গরিব দেশগুলোর সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় ভার্চুয়াল বক্তব্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন, ইউরোপের প্রতি ৬ জনে একজন ও উত্তর আমেরিকায় প্রতি ৫ জনে একজন ব্যক্তি টিকার আওতায় আসলেও আফ্রিকায় করোনার টিকা পেয়েছেন ১০০ জনে একজন।

এ ছাড়া ভার্চুয়াল বক্তব্যে বিভিন্ন দেশের নেতারা নিম্ন আয়ের দেশগুলোর জন্য করোনা টিকার যোগান দিতে প্রযুক্তি ও কাঠামোগত সহায়তা বাড়ানোর জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানান।