আজ সন্ধ্যায় দলের গুলশান কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর মধ্যদিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে যে হতাশা বিরাজ করছিল তা কেটে যাবে বলে মনে করা হচ্ছে।
এর আগে গত ২৬ ডিসেম্বর ওই কার্যালয়ে গিয়েছিলেন খালেদা। পর কয়েক দফা বের হওয়ার চেষ্টা করা হলেও পুলিশি বাধার কারণে তা সম্ভব হয়নি।
দুই সপ্তাহেরও বেশি সময় ধরে খলেদা জিয়া কার্যালয়ে যাচ্ছেন না। নির্বাচনে পর দিন তার বাসার সামনে থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সরিয়ে নেয়া হলেও তিনি গণমাধ্যমকে এড়িয়ে যাচ্ছিলেন।
বিএনপি সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় খালেদা জিয়া কার্যালয়ে যাবেন। সাড়ে ৭টায় সেখানে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করবেন তিনি।
নির্বাচন ঠেকানোর ঘোষণা দিয়ে গত ২৯ ডিসেম্বর গণতন্ত্র অভিযাত্রা কর্মসূচির পর খালেদার গুলশানের বাড়ি ও কার্যালয়ে পুলিশ পাহারা বাড়ানো হয়। নির্বাচনের পরপরই তা প্রত্যাহার করা হয়।