আইসিসি-র পরীক্ষায় উত্তীর্ণ তিনি। কিন্তু বোলিং অ্যাকশন শুধরে ফেললেও আসন্ন ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের হয়ে বল হাতে দেখা যাবে না তারকা অফ স্পিনার সাঈদ আজমলকে। তা সে মিসবাহ-উল-হকদের দলের বোলিং দুর্বলতা নিয়ে যতই আলোচনা থাক।
পাকিস্তান বোর্ডের তরফে শনিবার জানিয়ে দেওয়া হয়েছে, অ্যাকশন নিয়ে সমস্যা মিটে গেলেও বিশ্বের এক নম্বর স্পিনারকে বিশ্বকাপের দলে ঢোকাতে উদ্যোগী হবে না তারা। পাক বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, “আজমলের ছাড়পত্র পাওয়া আমাদের কাছে বিরাট সুখবর। কিন্তু ও সবে পরীক্ষার প্রথম ধাপ পেরিয়েছে। জাতীয় দলে খেলার আগে ওর ফিটনেস এবং অ্যাকশনের আরও কয়েকটা ব্যাপার দেখে নেওয়া এখনও বাকি। ওকে বিশ্বকাপে খেলানোর চেষ্টা করব না আমরা।”
পাক সংবাদমাধ্যমে অবশ্য অন্য খবর। একটি পাকিস্তানি দৈনিকের দাবি, টিম ম্যানেজমেন্টই নাকি আজমলকে চায় না। স্পিনারকে দলের প্রয়োজন নেই বলে বোর্ড কর্তাদের আগেই জানিয়ে দেওয়া হয়েছিল।