সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডে দুই জন জড়িত বলে র্যাবের তদন্তকারী দল জানিয়েছে। তবে দুই জন সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি র্যাব।
ইউএনবিতে প্রকাশিত এক খবরে তদন্ত কাজে নিয়োজিত নাম প্রকাশে অনিচ্ছুক র্যাবের এক কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের রাতে সাগর-রুনির বাড়িতে দুজন ব্যক্তি ছিল। তারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার দাবিতে ১২ মে সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে সমাবেশ করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজেদের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি।