মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট গাইয়ুম করোনায় আক্রান্ত

SHARE

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে এক টুইট বার্তায় নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন দেশটির সাবেক এই প্রেসিডেন্ট। পর্যটন নির্ভর মালদ্বীপে গত মাসে সীমান্ত খুলে দেয়া হয়। এরপর থেকে দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করে।

টুইটে মামুন আব্দুল গাইয়ুম বলেছেন, ‘পরীক্ষায় আমার কভিড-১৯ পজিটিভ এসেছে। সর্বশক্তিমান আল্লাহ আমার ও অন্যান্য অসুস্থদের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য লাভে সহায় হোন।’

এশিয়ায় সবচেয়ে দীর্ঘসময় ধরে ক্ষমতায় থাকাদের অন্যতম একজন ৮১ বছর বয়সী মামুন আব্দুল গাইয়ুম। প্রায় ৩০ বছর মালদ্বীপের ক্ষমতায় ছিলেন তিনি।

পরিবারের একটি সূত্র বলছে, সোমবার রাতে জ্বর আসার পর সাবেক এই প্রেসিডেন্ট চিকিৎসকদের পরামর্শে মঙ্গলবার সকালে কভিড-১৯ পরীক্ষা করান। সেখানে রিপোর্ট পজিটিভ আসে।

তবে সাবেক এই প্রেসিডেন্টের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছে ওই সূত্র। রাজধানী মালেতে নবনির্মিত ধারুমাভান্থা হাসপাতালে তাকে ভর্তি করা হতে পারে বলে জানা গেছে।

সূত্র : রয়টার্স।