ইরানে দ্বিতীয় দফা সংক্রমণ, বাড়ছে মৃত্যু

SHARE

করোনাভাইরাস সংক্রমণে ইরানে মৃত্যুর সংখ্যা নতুন রেকর্ড ছুঁয়েছে এবং হু হু করে বাড়ছে নতুন করে সংক্রমণের সংখ্যাও। যদিও সংক্রমণ কমে আসার প্রবণতা দেখে দেশটি মধ্য এপ্রিলে নানা বিধি-নিষেধ শিথিল করতে শুরু করেছিল।
এখন দেখা যাচ্ছে গত কয়েক সপ্তাহজুড়ে ব্যাপক বেড়েছে সংক্রমণ। মধ্য জুন নাগাদ মৃতের সংখ্যা একশ ছাড়ায়, যা দুই মাসের মধ্যে সর্বোচ্চ এবং এরপর থেকে সংখ্যাটা বাড়ছেই।
গত ৯ জুলাই একদিনে মারা গেছে সর্বোচ্চ ২২১ জন। গত ৪ই জুন দেশটিতে শনাক্ত হয়েছিল ৩ হাজার ৫৭৪ জন। এখন এর চেয়ে দিনে অন্তত দুই হাজার করে বেশি মানুষ শনাক্ত হচ্ছে। এর আগে সর্বোচ্চ ৩ হাজার ১৮৬ জন শনাক্ত হয়েছিল গত ৩০ মার্চ।
সংক্রমণের প্রাথমিক পর্যায়ে চীনের পর ইরানেই সবচেয়ে বেশি মানুষ সংক্রমিত হয়েছিল।