৮ দিনের মাথায় মেহেরপুরের ডিসি বদল

SHARE

এক সপ্তাহের মাথায় দেশের সবচেয়ে ছোট জেলা মেহেরপুরের ডিসি বদলের সিদ্ধান্ত নিলো সরকার।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মেহেরপুরের নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে মুনসুর আলম খানকে। তিনি কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের একান্ত সচিব (পিএস) হিসেবে কর্মরত অস্থায় ডিসি পদায়ন পেলেন।

এর আগে গত ২৫ জুন দেশের নয়টি জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। এর মধ্যে মেহেরপুরের ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব শহিদুল ইসলাম চৌধুরীকে। আর মেহেরপুরের ডিসি আতাউল গনিকে টাঙ্গাইলের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। টাঙ্গাইলের ডিসি শহীদুল ইসলামকে ঢাকার ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। শহিদুল ইসলাম মেহেরেপুরের ডিসি হিসেবে যোগ দেওয়ার আগেই তার জায়গায় মুনসুর আলম খানকে নিয়োগ দেওয়া হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে নিয়োগ দেওয়া নতুন ডিসিদের মধ্যে দুই-তিনজনের বিষয়ে বিভিন্ন অভিযোগ আসছে। এর মধ্যে অন্যতম হচ্ছে, ছাত্রজীবনে কারা কোন ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন সেসব বিষয়। আর এই বিষয়টিকে কেন্দ্র করেই ডিসি বদল হয়েছে বলে জানা গেছে। আরো কোন বদল হবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।