সুশান্তের আত্মহত্যা: অভিনেত্রী সঞ্জনা সাংভিকে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

SHARE

১৪ জুন মুম্বাইয়ে বান্দ্রার নিজ বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় ভারতের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। কিন্তু অনেকেই ভেবেই উঠতে পারছেন না সুশান্ত সিং রাজপুত কেন এমন পদক্ষেপ নিলেন।

অভিনেতা শেখর সুমন, দেশটির সাংসদ মনোজ তিওয়ারি, এলজিপি নেতা চিরাগ পাসোয়ান এরই মধ্যেই সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার সিবিআই তদন্তের দাবি করেছেন ৷ অন্যদিকে মুম্বাই পুলিশও তদন্ত শুরু করেছে।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সুশান্ত সিং রাজপুত ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷ গতকাল মঙ্গলবার সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’র শীর্ষ অভিনেত্রী সঞ্জনা সাংভিকে প্রায় ৯ ঘণ্টা জেরা করেছে ৷ বান্দ্রা পুলিশ স্টেশনে ৯ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ৯ ঘণ্টার জিজ্ঞাসাবাদে পুলিশ শুটিং সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে। শুটিং-এর সময়ে #মিটু আরোপের ফলে মানসিক অবসাদ দেখা দিয়েছিল সুশান্তের সেই বিষয়েও পুলিশ জেরা করেছে বলেই জানা গেছে ৷ ২০১৮ সালে ‘দিল বেচারার’ জন্য নির্বাচিত হয়েছিলেন তিনি ৷ শুটিং সেটেই প্রথমবার আলাপ হয়েছিল সঞ্জনা ও সুশান্তের ৷ #মিটু সংক্রান্ত বিষয়ে তিনি কিছু জানতেন না এমনটাই জানিয়েছেন সঞ্জনা ৷

২০১৮ সালে #মিটু ক্যাম্পেন চলছিল ৷ একটি গুজব ছড়িয়ে ছিল সুশান্ত তাকে আপত্তিকরভাবে ছুঁয়ে ছিলেন ৷ এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সঞ্জনা সাংভি জবাবও দিয়েছেন ৷ তবে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা কাণ্ডে একে একে পুলিশ জিজ্ঞাসাবাদের কাজ শুরু করেছেন ৷

সূত্র: নিউজ এইটিন।