করোনার সবচেয়ে ভয়াবহ সময়টা এখনো আসেনি’

SHARE

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়েছে, মহামারির এখনো বাকি আছে। এমনকি সবচেয়ে ভয়াবহ সময়টাই এখনো আসেনি। সংস্থাটির মহাপরিচালক টেদরোস আধানোম ঘেব্রেয়াসুস বলেছেন, বিভিন্ন দেশের সরকার যদি সঠিক পদক্ষেপ না নেয় তবে সংক্রমণ বাড়বেই।

এদিকে, এক কোটি ছাড়িয়ে গেছে সংক্রমণ, পাঁচ লাখ ছাড়িয়ে গেছে মৃতের সংখ্যা- এটা আরো দুদিন আগের খবর। হু সতর্কীকরণের পরে আরও চিন্তা বিশ্ব জুড়ে। কারণ একাধিক দেশ যেখানে করোনা নির্মূল হয়েছে বলে দাবি সেই দেশগুলোতে নতুন করে ছড়াচ্ছে ভাইরাস সংক্রমণ। বেজিংয়েই সংক্রমণ এখনো হচ্ছে। চীনে ফের করোনা ছড়িয়ে পড়ায়, ঘটনাস্থল পরিদর্শনে হু প্রতিনিধি দল বেজিং সফর করবেন। এমন পরিস্থিতিতে এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল বার্তা একই, পরীক্ষা, ট্রেস, আইসোলেট এবং কোয়ারেন্টিন।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়েছে, বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত এক কোটি ৪১ লক্ষের বেশি। মৃতের সংখ্যা পাঁচ লাখ আট হাজার পার করেছে। সুস্থ হয়েছেন ৫৬ লক্ষের বেশি। পরিসংখ্যানে সর্বাধিক বাজে পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটির মৃত এক লাখ ২৮ হাজারের বেশি। ব্রাজিলে মৃত ৫৮ হাজার তিনশ জনের অধিক। তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডে মৃত ৪৩ হাজার পাঁচশ জন পেরিয়ে বাড়ছে।