সোলাইমানি হত্যায় ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

SHARE

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরানের একটি  আদালত। সোমবার (২৯ জুন) এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

তেহরানের প্রসিকিউটর আলি আলকাসিমেহর জানান, শুধু ট্রাম্প নয়, হত্যা ও সন্ত্রাসী কার্যক্রমের দায়ে আরো অন্তত ৩০ মার্কিনির বিরুদ্ধে কার্যক্রমের অভিযোগ আনা হয়েছে। তিনি জানান ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য তদবির করছে ইরান।

এর মাত্র কয়েকমাস আগেই ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলেইমানির গাড়িবহরে ড্রোন হামলা করে যুক্তরাষ্ট্র। বাগদাদ বিমানবন্দরের সামনের রাস্তায় সেই হামলায় নিহত হন জেনারেল কাশেম সোলাইমানি।

তবে ইন্টারপোলের রেড নোটিশ জারির করার সম্ভাবনা খুব কম। কারণ সংস্থাটির নির্দেশিকায় রাজনৈতিক প্রকৃতির কোনও হস্তক্ষেপ বা কর্মকাণ্ডে ইন্টারপোল জড়িত হতে পারবে না।