আগে সিটি করপোরেশনে লোক দেখানো কার্যক্রম হতো: তাপস

SHARE

আগে সিটি করপোরেশনে মশক নিধনের নামে লোক দেখানো কার্যক্রম পরিচালিত হতো। মশার উপদ্রব বেশি হলে কার্যক্রম হাতে নেওয়া হতো। এখন আর সেটা হবে না। জনগণের সেবা দৌড়গোড়ায় পৌঁছে দেওয়া হবে।

রোববার (১৪ জুন) রাজধানীর খিলগাঁও, সিপাহীবাগ বাইতুল হুদা মসজিদ সংলগ্ন ঝিলে বছরব্যাপী জলাশয় পরিষ্কারকরণ, মাছ ও হাঁস অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।php glass

তাপস বলেন, জনগণের পাশে থেকে আমাদের কাজ করতে হবে। জন সেবার কোনো কাজে গাফলতি বরদাস্ত করা হবে না। মনে রাখবেন আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, তাই জনগণের কাছে আমরা দায়বদ্ধ।ksrm

মশক নিধন নিয়ে ডিএসসিসি মেয়র বলেন, এর আগে সিটিতে লোক দেখানো কার্যক্রম পরিচালিত হতো। মশার উপদ্রব বেশি হলে কার্যক্রম হাতে নেওয়া হতো। এখন আর সেটা হবে না, জনগণের সেবা দৌড়গোড়ায় পৌঁছে দেবো।

তিনি বলেন, আমাদের অনেক জলাশয় দখল হয়ে গেছে। এরপরও অনেক জলাশয় আছে। আমরা সব জলাশয় পরিষ্কার করবো। এটা আগামী রোববার থেকে শুরু হবে।
এসময় ডিএসসিসির ১ নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আলম সহ সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।