বঙ্গোপসাগরে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত আটক

SHARE

বঙ্গোপসাগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গোলাবারুদসহ ৮ ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আড়াইটার দিকে চট্টগ্রামের বঙ্গোপসাগর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৮ জন সশস্ত্র ডাকাতকে আটক করা হয়।

এ সময় আটককৃতদের কাছ থেকে এ সময় ২টি একনলা বন্দুক, একটি দেশীয় পিস্তল ও ৬ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। এ ছাড়া ডাকাতদের ব্যবহৃত একটি নৌকা এ সময় জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলো মো. আলী (২৮), মো. মিজান (১৮), মো. খোকন (১৮), মো. বেলাল (২০), মো. তারেক (১৮), জাবেদ হোসেন (৩২), হাসিব হোসেন (২১), মো. শাহেদ (২০)।

আটককৃত ডাকাত সবাই আনোয়ারা থানার খুর্দ্দ গহিরা গ্রামের বাসিন্দা। আটককৃত ডাকাত, অস্ত্র ও গোলাবারুদ পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।