বিজ্ঞাপনে সিকিমকে আলাদা দেশ বলে দাবি! ভারতে তোলপাড়

SHARE

ভারতে একটি বিজ্ঞাপন ঘিরে চরম বিতর্কের সূত্রপাত হয়েছে। দিল্লির রাজ্য সরকারের একটি বিজ্ঞাপনে সিকিমকে আলাদা দেশ হিসাবে ঘোষণা করা হয়েছে।এ প্রেক্ষিতে আম আদমি পার্টি র সরকারের বিরুদ্ধে ক্রমেই সুর চড়তে শুরু করে দিয়েছে।

সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের নিয়োগের জন্য একটি বিজ্ঞাপন দিয়েছিল দিল্লি সরকার।সেই বিজ্ঞাপনে ভূটান, নেপাল সহ দেশের সঙ্গে একই কলমে সিকিমকে রাখা হয়। ফলে সিকিমকে দিল্লি সরকার আলাদা দেশ হিসাবে দেখছে বলে সুর চড়ায় বিজেপি।

বিজ্ঞাপন ঘিরে এক সিনিয় র আমলাকে সাসপেন্ড করেন দিল্লির লেফ্টনেন্ট গর্ভনর অনিল বাইজাল। যদিও ঘটনা ঘিরে কিছুতেই ময়দান ছাড়তে রাজি নয় বিরোধী শিবির। যদিও রাজ্যপালের দাবি, এই ধরণের ভুলে জিরো টলারেন্স রাখা হবে।

জানা গেছে, বিজ্ঞাপনে লেখা রয়েছে ‘ভারতীয় নাগরিক অথবা , সিকিম, নেপাল , ভূটানের বাসিন্দারা..’ । আর এই লাইনটি নিয়েই দিল্লির রাজনীতির পারদ চড়িয়েছে দিল্লি।

১৯৬৮ সালের সিভিল ডিফেন্স রেগুলেশন অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে যে যোগ্যতার বয়ান লেখা ছিল,তা চোখ বুজে ওই আমলা কপি ও পেস্ট করেছেন নয়া বিজ্ঞাপনে। আর তার জেরেই এমন বিভ্রাট।

দিল্লির লেফ্টনেন্ট গর্ভনেরের জানান, কোনও বুদ্ধির প্রয়োগ না করে এমন কপি পেস্ট-এর কাজের জেরেই বিজ্ঞাপনে এমন ঘটনা ঘটেছে।

সূত্র : ওয়ান ইন্ডিয়া