আমিরাতে সবাই ঘরে পড়ল ঈদের নামাজ

SHARE

সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ রবিবার (২৪ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আমিরাতের সকল মসজিদ ও ঈদগাহগুলো বন্ধ থাকাতে দেশটিতে মুসল্লিরা ঘরে ঘরে ঈদের নামাজ আদায় করেছে।

এখানে ঈদের নামাজ সকাল ৫.৪৩টা হতে ৫.৫২টার মধ্যে অধিবাসীরা ঈদের নামাজ আদায় করেছেন। মসজিদে ঈদের নামাজ না হলেও নামাজের ১০ মিনিট আগে তাকবির (তাকবির আল্লাহ আকবর, আল্লাহ আকবর, লাহিলাহা ইল্লাহু আল্লাহু আকবর…) প্রচার করা হয়।

সংযুক্ত আরব আমিরাত জুড়ে ঈদের নামাজের সময় নিম্নরূপ ছিল। আবুধাবি: সকাল সাড়ে ৫.৫২টা, দুবাই: সকাল ৫.৪৭টা, শারজাহ: সকাল ৫.৪৬টা, আজমান: সকাল ৫.৪৬টা, উম্মে আল ক্বওয়াইন: সকাল ৫.৪৫টা, রাস আল খাইমাহ: সকাল ৫.৪৩টা, ফুজাইরাহ: সকাল ৫.৪৪টা, আল আইন: সকাল ৫.৪৬টা, আল ধফরা: সকাল ৫. ৫৭টা।

ঈদের নামাজ শেষে প্রবাসীরা নিজ নিজ স্থান বা ঘর হতে টেলিফোন বা অন্যান্য মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। আমিরাতে দেশীয় প্রবাসীরাসহ এখানকার স্থানীয়রা ও অন্যান্য দেশের প্রবাসীরা কেউ নিতান্তি প্রয়োজন ছাড়া তেমন একটা বাহিরে যাচ্ছে না।

উল্লেখ্য, আমিরাত জুড়ে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত লোকজন বাহিরে যেতে পারেন। তবে শিল্প এলাকা আর লেবার ক্যাম্প এলাকায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইরে যাওয়ার অনুমতি আছে।