যৌন নির্যাতনের অভিযোগে বিশ্বখ্যাত সঙ্গীত পরিচালক জোনাথন স্মিথ কারাগারে

SHARE

বিশ্বখ্যাত সংগীত পরিচালক জোনাথন স্মিথকে কারাগারে পাঠানো হয়েছে।অল্প বয়সী এক কিশোরীকে নির্যাতন ও ধর্ষণ করতে ‘সাইকোলজিকাল মেনুপুলেশন’ এবং ‘ব্ল্যাকমেইল’ এর অপরাধে তাকে এ সাজা দেয়া হয়েছে।

জোনাথন স্মিথের বয়স ৫৭ বছর।

১৯৮০ এবং ১৯৯০ এর দশকের গোড়ার দিকে পূর্ব সাসেক্সের লুইসে মেয়েদের বিরুদ্ধে ‘যৌন সহিংসতার প্রচার’ চালিয়েছিলেন তিনি।

১৬টি যৌন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।তাকে ২৪ বছরের কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

হোভ ক্রাউন কোর্টে এক ভুক্তভোগীর বিবৃতিতে তাকে ‘আত্মার বিনাশক (ডেস্ট্রয়ার অব সোলস)’ বলে অভিহিত করা হয়েছে।

এর আগে বিচারে তাকে একটি শিশু ধর্ষণ, দুটি পায়ুকামিতা, ১০ টি অশ্লীল লাঞ্ছনা এবং ১০টি গণ্য অশ্লীলতার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল।

সূত্র : বিবিসি