শচীন ও কোহলির মধ্যে তুলনা করা ঠিক নয় : শোয়েব আখতার

SHARE

শচীন টেন্ডুলকার যখন খেলেছেন, সেই সময়টা ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কঠিন যুগ ছিল। এখনকার সময়ে ‘মাস্টার ব্লাস্টার’ খেললে প্রচুর রান করতেন বলে মনে করেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। ইদানিং ক্রিকেট পারায় শচীন ও বিরাট কোহলির মধ্যে তুলনা হচ্ছে।

তাঁর মতে, খেলাধুলোয় দুই সময়ের প্লেয়ারদের মধ্যে কোনো তুলনাই হয় না। একই সময়ের দুই খেলোয়াড়ের মধ্যে কেবল তুলনা সম্ভব।

শোয়েব আখতার বলেছেন, ‘‘ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কঠিন যুগে ব্যাট করতে হয়েছিল শচীনকে। এখনকার সময়ে খেলার সুযোগ যদি পেত শচীন, তা হলে ১.৩ লাখ রান করত ও। ফলে শচীন ও কোহলির মধ্যে তুলনা করা ঠিক নয়।’’

তিন ফরম্যাট মিলিয়ে শচীনের রান ৩৪ হাজারেরও বেশি। তাঁর কক্ষপথে এখনও কেউই নেই।

উল্লেখ্য, ১৯৯৪-৯৫ সালের দিকে ঢাকা আবাহনীর হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ খেলেছিলেন ওয়াসিম আকরাম। সেই সময় স্টেডিয়ামে দর্শকের উপস্থিতি দেখে রীতিমতো অবাক হয়েছিলেন তিনি।