১৮ বছর ধরে নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে গিয়ে মিলল গাড়ি

SHARE

১৮ বছর আগে নর্দান আয়ারল্যান্ডের মোনাঘান কাউন্টি থেকে এক ব্যক্তি নিখোঁজ হয়ে যান। গার্ডাই নামের তদন্ত সংস্থা নিশ্চিত করেছে যে, তার (ব্যক্তি) গাড়িটি একটি হ্রদে (লেকে) পাওয়া গেছে।

নিখোঁজ ব্যক্তিটির নাম টনি লিঞ্চ।তিনি ফর্মেনাগের বাসিন্দা ছিলেন। তাকে শেষবার মোনাঘানে কাউন্টির ক্লোনসের ফার্মানাগ স্ট্রিটে দেখা গিয়েছিল।দিনটা ছিল ২০০২ সালের ৬ জানুয়ারী, রবিবার।

চারসন্তানের জনক ছিলেন টনি লিঞ্চ। সে সময় তার বয়স ছিল ৫৪ বছর। মূলত মাঘেরাভেলি থেকে তিনি সেই শহরে চলে এসেছিলেন।

সে সময় টনি লিঞ্চের সাদা মিতসুবিশি গালান্টও গাড়িটি অদৃশ্য হয়ে যায়।

এক অভিযানে নর্দান আয়ারল্যান্ড এবং আয়ারল্যান্ডের পুলিশ বাহিনীর সাথে পিএসএনআই এবং গার্ডারসহ ডুবুরিরা গাড়িটি উদ্ধার করে।

সোমবার লিসনাস্কিয়ার নিকটে কর্ডিল্লারের আপার লফ আর্নের নীচ থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এতো দীর্ঘ সময় হ্রদে থাকার ফলে গাড়িটি পলি দিয়ে পূর্ণ ছিল।

লিঞ্চের দেহাবশেষ ভেতরে রয়েছে কিনা তা পরীক্ষা করতে ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে।

লিঞ্চের পরিবারকে এ কথা জানানো হয়েছে।

২০০২ সালে নিখোঁজ হওয়ার সময় লিঞ্চের সাথে কোনও জিনিসপত্র ছিল বলে আভাস পা্ওয়া যায়নি।

সে সময় তার গাড়িটিও অদৃশ্য হয়ে যায়। এরপর আর তার সন্ধান পাওয়া যায়নি।

সূত্র : বিবিসি