অধ্যাপক মুনতাসীর মামুনের করোনা পজিটিভ, মেডিক্যাল বোর্ড গঠন

SHARE

প্রখ্যাত ইতিহাসবিদ্, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুনের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

করোনার উপসর্গ নিয়ে অধ্যাপক মামুন গতকাল রবিরার বিকেলে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই দিন রাত ১টা দিকে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

করোনা পরীক্ষা করে আজ সোমবার সকালে তার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত।

অধ্যাপক মামুনের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বলেও জানা গেছে।

অধ্যাপক মুনতাসীর মামুনের মা করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি আছেন। মায়ের চিকিৎসা তত্ত্বাবধানের জন্য হাসপাতালে দৌড়াদৌড়ি করেন। ফলে তাঁর মধ্যে করোনার লক্ষণ দেখা দেওয়ায় দশ দিন আগে পরীক্ষা করা হলে তাঁর ফল নেগেটিভ এসেছিল। কিন্তু তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। এর মধ্যে তাঁর বমিভাব, খাবারে অরুচি, কাশি ও শরীর দুর্বল অনুভব করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।