অশ্বিনকে ওয়ানডে দলে দেখতে চান সাকলাইন

SHARE

২০১৭ সালে সর্বশেষ ভারতের হয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। তবে ভারতের হয়ে নিয়মিত টেস্ট খেলে যাচ্ছেন তিনি। কিন্তু এই ব্যাপারটি পছন্দ হচ্ছে না পাকিস্তানের সাবেক অফ-স্পিনার সাকলাইন মুস্তাকের। টেস্টের মত ওয়ানডেতেও ভারতীয় দলে অশ্বিনকে দেখতে চান তিনি।

ইউটিউবে এক আলোচনায় সাকলাইন বলেন, ‘অশ্বিন বিশ্বমানের স্পিনার। তার ঝুঁলিতে সাড়ে ৫শর বেশি উইকেট আছে। সে অভিজ্ঞ ও দুর্দান্ত এক স্পিনার। কিন্তু এখন শুধু ভারতের হয়ে টেস্টই খেলছে। তাকে ওয়ানডে দলেও নেয়া উচিত।’

ওয়ানডে থেকে অশ্বিনের বাদ পড়ায় অবাক হয়েছিলেন সাকলাইন। তিনি বলেন, ‘ওয়ানডে থেকে অশ্বিনের বাদ পড়ায় অবাকই হয়েছিলাম। টেস্ট ম্যাচে প্রতিপক্ষের ব্যাটসম্যানকে আউট করতে দরকার এক পরিকল্পনা। আবার ওয়ানডেতে অন্য ধরনের পরিকল্পনা। দুটিই জানে অশ্বিন। ওয়ানডেতেও সে ভালো পারফর্ম করতে পারে, সেটি সে দেখিয়েছেও। তারপরও তাকে কেন বাদ দেয়া হলো, বুঝতে পারছি না।’

ভারতের হয়ে ৭১ টেস্টে ৩৬৫, ১১১ ওয়ানডেতে ১৫০ ও ৪৬ টি-টোয়েন্টি ম্যাচে ৫২ উইকেট শিকার করেছেন ৩৩ বছর বয়সী অশ্বিন। টি-টোয়েন্টি না হলেও, ওয়ানডের জন্য অশ্বিনকে দলে ফেরানোর যেতে পারে বলে মনে করেন সাকলাইন, ‘আমি মনে করি, অশ্বিন ওয়ানডেতেও ভালো করবে। তাকে ওয়ানডে দলে নিতে পারে ভারত।’