ফোন করলেই বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে দক্ষিণ যুবলীগের বাবু

SHARE

করোনাভাইরাস দুর্যোগে রাজধানীতে বসবাসরত গরীব, হতদরিদ্র নিম্ন আয় ও মধ্যবিত্ত পরিবারের যে কেউ ফোন করলে বা খুদে বার্তা (এসএমএস) দিলেই বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।

আজ বুধবার সকালে এমন ২০০টি পরে তালিকা অনুযায়ী খাদ্যদ্রব্য পৌঁছে দেন তিনি। চারটি টিমের মাধ্যমে সুত্রাপুর, শ্যামপুর, যাত্রাবাড়ি, খিলগাও, রমনা, শাহাবাগ, বংশাল, কোতোয়ালী, ওয়ারী থানা এলাকায় বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

খাদ্য সামগ্রী হিসেবে চাল ৫ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, আটা ২ কেজি, আলু ২ কেজি, পিয়াজ ১ কেজি, ছোলা ২ কেজি, চিনি ১ কেজি, লবণ ১ কেজি, সবজি করলা ১ কেজি, লেবু ৪ টা, লাউ ১ টা, ডেটল সাবান ২ টা প্রদান করেন।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের এই দুঃসময়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী নিম্ন আয় ও দিনমজুরদের পাশে দাঁড়িয়েছি। ঢাকা শহরের যেকোনো প্রান্তে থাকা মানুষ এই সহযোগিতা পাবেন। আমরা নিজস্ব কর্মীর মাধ্যমে খাদ্য সামগ্রীর তাদের ঠিকানায় পৌঁছে দিব। মানবিক কারণে সমাজের বিত্তবানদের নিম্ম আয়ের মানুষদের জন্য সাহায্যের হাত বাড়ানো উচিৎ।