করোনা ইস্যুতে ওআইসি’র বিশেষ বৈঠক কাল

SHARE

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মহামারি মোকাবিলায় সহযোগিতার বিষয়ে জন্য বিশেষ বৈঠক ডেকেছে বিশ্বের মুসলিম দেশগুলোর জোট ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। আগামীকাল ২২ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। ওআইসি নির্বাহী কমিটির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এতে অংশ নেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মহামারী শুরু হওয়ার পর থেকে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে ওআইসি। বুধবারের বৈঠক তারই একটি অংশ। ওআইসি সদস্য দেশগুলোর জনস্বাস্থ্য, নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে বৈঠকে আলোচনা করা হবে।

বর্তমানে ওআইসি নির্বাহী কমিটির সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, তুরস্ক, সৌদি আরব, গাম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত ও নাইজার। ১৪তম ওআইসি শীর্ষ সম্মেলনের চেয়ারম্যান হিসেবে আগামীকালের বৈঠকে সভাপতিত্ব করবে সৌদি আরব। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।