ঢাবির অমর একুশে হল এলাকা ও আবাসিক এলাকা লকডাউন

SHARE

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের এক আবাসিক শিক্ষকের শাশুড়ি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় হলটির আবাসিক এলাকা লকডাউন করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

প্রক্টর সাংবাদিকদের বলেন, অমর একুশে হলের আবাসিক এলাকায় ৭০ এর বেশি একজন বয়স্ক বৃদ্ধার করোনা পজেটিভ ধরা পড়েছে। আক্রান্ত ব্যক্তি এক আবাসিক শিক্ষকের আত্মীয়। পরে ওই এলাকা লকডাউন করা হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষকদের ওই কোয়ার্টার আগে থেকেই আইসোলেশনে ছিল। আমরা শিক্ষকদেরকে তাদের স্ব স্ব পরিবার নিয়ে সতর্ক থাকার জন্য বলেছি। এ সম্পর্কে যত স্বাস্থ্যবিধি আছে তা কঠোরভাবে পালন করার জন্য অনুরোধ করেছি।

অমর একুশে হলের আবাসিক ওই শিক্ষকের শ্বশুর বাড়ি নারায়ণগঞ্জে। কয়েকদিন আগে শ্বশুর মারা যায়। তবে শ্বশুরের করোনা পরীক্ষা করা হয়নি। শাশুড়ি একা থাকায় তাকে অমর একুশের হলের শিক্ষকদের আবাসিক ভবনে নিয়ে আসা হয়।