জাতীয় বাংলাদেশ হবে দক্ষিন এশিয়ার সেরা দেশ : প্রধানমন্ত্রী SHARE Facebook Twitter প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থনৈতিক- সামাজিকসহ সবক্ষেত্রে বাংলাদেশ হবে দক্ষিন এশিয়ার সেরা দেশ। শনিবার দুপুরে সেগুন বাগিচায় এনএসআই’র ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 📸 Download News PhotoCard (1080×1080)