ইইউতে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিলের চেষ্টা ব্যর্থ

SHARE

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি) বাতিলের একটি চেষ্টা ব্যর্থ হয়েছে। শ্রম অধিকারকে সম্মান না করা সত্বেও ইউরোপীয় কমিশন বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল না করাকে চ্যালেঞ্জ করে গত বছরের ২২ জুলাই আন্তর্জাতিক শ্রম অধিকার সংগঠণ ইইউর ন্যায়পালের কাছে অভিযোগ করেছিল। ইইউর ন্যায়পাল অ্যামিলি ও’রেইলি গত ২৪ মার্চ ওই অভিযোগ খারিজ করে দিয়েছেন এবং ইউরোপীয় কমিশন যে প্রক্রিয়া অনুসরণ করেছে তাকে যথার্থ বলে উল্লেখ করেছেন।